শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন (CWIS) পরিকল্পনা প্রণয়ন বিষয়ক জাতীয় কর্মশালায় বক্তব্য রাখেন মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর প্রেসিডেন্ট ও নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ।
মেয়র লালমনিরহাট, টেকনাফ, লক্ষীপুর শখিপুর, সৈয়দপুর পৌরসভা, DPHE, ITN-BUET, CWIS FSM Support Cell, WaterAid Bangladesh and MAB এর প্রতিনিধি স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য প্রদান করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন পৌরসভার মেয়র, কাউন্সিলর, প্রকৌশলী, পৌর নির্বাহী কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা সহ উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, সিভিল সোসাইটির প্রতিনিধি সহ সহযোগী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
কর্মশালাটি আয়োজন করেন WaterAid Bangladesh।
মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর পক্ষে প্রেসিডেন্ট জনাব দেওয়ান কামাল আহমেদ শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন (CWIS) পরিকল্পনায় স্বাক্ষর করেন।