সুইজারল্যান্ড ভিত্তিক অলাভজনক উন্নয়ন প্রতিষ্ঠান SwissContact এবং ম্যাব এর মধ্যে Virtual Platform Development বিষয়ে একটি অংশীদারীত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের ৩২৯ টি পৌরসভার একক প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান ম্যাব এর ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ প্লাটফর্মকে উন্নত ও তথ্যবহুল করার মাধ্যমে একে একটি Knowledge Sharing Platform হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এই লক্ষ্যে ইতিমধ্যে একটি Communication Agency নিয়োগ করা হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রনয়ণ বিষয়ক সভা আজ ঢাকাস্থ্য SwissContact অফিসে অনুষ্ঠিত হয়।