প্রতিষ্ঠার শুরু থেকেই বাংলাদেশ পৌরসভা সমিতি—ম্যাব বাংলাদেশের পৌরসভাসমূহের উন্নয়নের জন্য জাতীয় নীতি নির্ধারণী পর্যায়ে সহযোগিতামূলক ভূমিকা রেখে আসছে। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরন, নাগরিক সেবার মান উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে ম্যাব সব সময় ই কাজ করে যাচ্ছে। শুধু স্থানীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ম্যাব এর পরিচিতি ও কার্যক্রম ছড়িয়ে পড়েছে যার ফলশ্রুতিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ম্যাব এর সাথে অংশীদারি হয়ে দেশের নাগরিক সেবার মান উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমি আশা করছি সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে, পৌরসভার সক্ষমতা বৃদ্ধিতে ও স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে ম্যাব ভবিষ্যতে আরো বলিষ্ট অবদান রাখতে পারবে।