স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব;
Swisscontact এর অর্থায়নে PRABRIDDHI প্রকল্পের আওতায় Digital Platform এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর যাত্রা শুরু।
গত ৭ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার প্রকল্প চুক্তি স্বাক্ষর করেন মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর প্রেসিডেন্ট ও নীলফামারী পৌরসভার মেয়র জনাব দেওয়ান কামাল আহমেদ এবং Swisscontact এর পক্ষে PRABRIDDHI প্রকল্পের টিম লিডার Mr. Markus Ehmann.
উপস্থিত ছিলেন ম্যাব এর অর্থ সম্পাদক ও চৌগাছা পৌরসভার মেয়র জনাব মোঃ নুর উদ্দিন আল মামুন হিমেল, প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব পরিমল কুমার দেব, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ও ফরিদপুর পৌরসভার নিবার্হী প্রকৌশলী জনাব সামসুল আলম, মেম্মারশীপ বিষয়ক সম্পাদক জনাব রিনা নাসরিন, ব্যবস্থাপক জনাব এস এম আব্দুর রউফ, কমিউনিকেশন অফিসার মাহমুদা শিকদার, সহকারী পোগ্রাম অফিসার আহম্মেদ হোসেন আবির।
Swisscontact এর পক্ষে উপস্থিত ছিলেন জনাব Ms. Rukhen Uddin Ahmed, Public Sector Management Specialist and Ms. Tasmia Nahreen Jahangir, Manager – MRM, Knowledge & Communications Management (KCM) সহ PRABRIDDHI প্রকল্পের কর্মকর্তা বৃন্দ।