আগামী ২২-২৬ অক্টোবর ২০২৩ তারিখ The United Nations programme for human settlements and sustainable urban development UN-HABITAT এবং Suwon City কর্তৃক আয়োজিত The 8th Asia Pacific Urban Forum (APUF-8) আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের লক্ষ্যে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর ১১ সদস্যের প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর প্রেসিডেন্ট ও নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ।
প্রতিনিধি দলে আছেন;
১/ কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, প্রেসিডেন্ট, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব ও মেয়র নীলফামারী পৌরসভা, নীলফামারী।
২/ জনাব পারভেজ রহমান, আইন বিষয়ক সম্পাদক – ম্যাব ও মেয়র, শরীয়তপুর পৌরসভা, শরীয়তপুর।
৩/ জনাব মোঃ মহিউদ্দিন, মেয়র, পটুয়াখালী পৌরসভা, পটুয়াখালী।
৪/ জনাব মোঃ আশরাফুল আলম, মেয়র, কালিগঞ্জ পৌরসভা, ঝিনাইদহ।
৫/ জনাব রোকসানা মোর্তজা লিলি, মেয়র, গোপালপুর পৌরসভা, নাটোর।
৬/ জনাব মোঃ সাইদুর রহমান, মেয়র, মন্ডুমালা পৌরসভা, রাজশাহী।
৭/ জনাব মোঃ শহীদুজ্জামান সেলিম, মেয়র, কোটচাঁদপুর পৌরসভা, ঝিনাইদহ।
৮/ জনাব ইদ্রীস মিয়া, মেয়র, জাজিরা পৌরসভা, শরিয়তপুর।
৯/ জনাব মোঃ জাবেদ ইকবাল, পৌর নির্বাহী কর্মকর্তা, হবিগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ।
১০/ ম্যাবের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও সাবেক সেক্রেটারী জেনারেল ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র জনাব মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল।
১১/ MAB APUF-8 টিমের সমন্বয়ক জনাব এস এম আব্দুর রউফ।
🏙️Cities in #AsiaPacific are at the forefront of innovations & challenges.
Join us at #APUF8 in #Suwon & online to explore new solutions for sustainable urban development.
🌏Together, we can shape a better future for our cities: https://bit.ly/46dTGej