আগামী ২২-২৬ অক্টোবর ২০২৩ তারিখ The United Nations programme for human settlements and sustainable urban development UN-HABITAT এবং Suwon City কর্তৃক আয়োজিত The 8th Asia Pacific Urban Forum (APUF-8) আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের লক্ষ্যে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর ১১ সদস্যের প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর প্রেসিডেন্ট ও নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ।
প্রতিনিধি দলে আছেন;
১/ কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, প্রেসিডেন্ট, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব ও মেয়র নীলফামারী পৌরসভা, নীলফামারী।
২/ জনাব পারভেজ রহমান, আইন বিষয়ক সম্পাদক – ম্যাব ও মেয়র, শরীয়তপুর পৌরসভা, শরীয়তপুর।
৩/ জনাব মোঃ মহিউদ্দিন, মেয়র, পটুয়াখালী পৌরসভা, পটুয়াখালী।
৪/ জনাব মোঃ আশরাফুল আলম, মেয়র, কালিগঞ্জ পৌরসভা, ঝিনাইদহ।
৫/ জনাব রোকসানা মোর্তজা লিলি, মেয়র, গোপালপুর পৌরসভা, নাটোর।
৬/ জনাব মোঃ সাইদুর রহমান, মেয়র, মন্ডুমালা পৌরসভা, রাজশাহী।
৭/ জনাব মোঃ শহীদুজ্জামান সেলিম, মেয়র, কোটচাঁদপুর পৌরসভা, ঝিনাইদহ।
৮/ জনাব ইদ্রীস মিয়া, মেয়র, জাজিরা পৌরসভা, শরিয়তপুর।
৯/ জনাব মোঃ জাবেদ ইকবাল, পৌর নির্বাহী কর্মকর্তা, হবিগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ।
১০/ ম্যাবের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও সাবেক সেক্রেটারী জেনারেল ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র জনাব মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল।
১১/ MAB APUF-8 টিমের সমন্বয়ক জনাব এস এম আব্দুর রউফ।
🏙️Cities in #AsiaPacific are at the forefront of innovations & challenges.
Join us at #APUF8 in #Suwon & online to explore new solutions for sustainable urban development.
🌏Together, we can shape a better future for our cities: https://bit.ly/46dTGej

SDG11 #UrbanOctober

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

How Does It Work? Play Video

Get Smart, Stay Connected

Your Municipality Digest Awaits!

Unlock the latest in local living—events, updates, and services, all in one sleek newsletter. Subscribe and transform how you engage with your community. Your next local insight is just an email away!

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.

MUNICIPAL ASSOCIATION OF BANGLADESH