ম্যাব এর গঠন সম্পর্কিত কিছু তথ্য:
(ক) বাংলাদেশের সকল পৌরসভার নির্ধারিত সীমানাই বাংলাদেশ পৌরসভা সমিতি এর সীমানা বলিয়া বিবেচিত হইবে।
(খ) বাংলাদেশের সকল পৌরসভা এই গঠনতন্ত্রের নিয়ম কানুন মেনে এই সমিতির সদস্য হবে এবং সমন্বিত অংশই হল “বাংলাদেশ পৌরসভা সমিতি”।
ম্যাব এর সদস্য পদ লাভের জন্য করণীয়:
দেশের প্রতিটি পৌরসভা সদস্য ফরম পূরণ ও বাৎসরিক চাঁদা পরিশোধ সাপেক্ষে এই সমিতির সদস্য হতে পারবে। সংশ্লিষ্ট পৌরসভার মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা প্রতিনিধিগণ এই সমিতির প্রতিনিধিত্ব করিতে পারিবে।
সমিতির দুই ধরনের সদস্য পদ থাকিবে।
যথাঃ ক) সাধারণ সদস্য
খ) স্থায়ী সদস্য
ক) সাধারণ সদস্যঃ বাৎসরিক চাঁদা হিসাবে প্রতি সদস্য পৌরসভা এককালীন ক শ্রেণি ১৫,০০০/- খ শ্রেণি ১২,০০০/- এবং গ শ্রেণি ১০,০০০/ টাকা পরিশোধ করিবে।
খ) স্থায়ী সদস্যঃ বাংলাদেশের যে কোন পৌরসভা স্বেচ্ছায় এককালীন ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা মাত্র) টাকা প্রদান করিলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন সাপেক্ষ সেই পৌরসভাকে স্থায়ী সদস্যপদ প্রদান করা হইবে। তাঁদের সুযোগ-সুবিধা সাধারণ সদস্যদের অনুরূপ। কিন্তু, স্থায়ী সদস্য পৌরসভাকে কোন বাৎসরিক চাঁদা দিতে হবে না। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এই অর্থের পরিমাণ কম-বেশি করিতে পারিবে।