
MAYOR DEWAN KAMAL AHMED
PRESIDENT
বাংলাদেশ পৌরসভা সমিতি— ম্যাব দেশের সকল পৌরসভার প্রতিনিধিত্বকারী একটি জাতীয় সংগঠন। ২০০৩ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকেই মাব পৌরবাসির জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ অবহিতকরণের পাশাপাশি পৌরবাসির সেবার মান উন্নয়নে কি পরিকল্পনা গ্রহণ করা যায় সে বিষয়ে সরকারকে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে আসছে।