দেশের ৩২৯টি পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) পূর্ণাঙ্গ কমিট গঠন করা হয়েছে।
গত ১২ জানুয়ারি কক্সবাজারের একটি হোটেলে বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিলে সর্বসম্মতিক্রমে পুনরায় নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ সভাপতি এবং মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
ওই দিন সাধারণ সভা ও কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (১৫ জুন) ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনটি।
নির্বাহী সভাপতি পদে সাভার পৌরসভার মেয়র হাজী মো. আবদুল গনি, সহ-সভাপতি পদে টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে পটুয়াখালী পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, অর্থ সম্পাদক পদে যশোরের চৌগাছা পৌরসভার মেয়র নুরউদ্দিন আল মামুন হিমেল, নির্বাহী সদস্য পদে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন। এছাড়া ম্যাবের আঞ্চলিক কমিটির ১১ জন সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌরসভা কাউন্সিলর এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে নির্বাহী সদস্য থাকবেন।