চলতি বছরের গত ৪-৬ মার্চ ম্যানচেস্টার শহরে ‘সোসায়াটাল রেসিলিয়্যান্স’ বিষয়ক জাতীয় সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা জাতীয় ও স্থানীয় নেতারা অংশ নিয়েছিলেন। বাংলাদেশ থেকে মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাবের প্রতিনিধিদল এতে অংশ নেয়। বাংলাদেশ থেকে মাদারীপুর মিউনিসিপ্যালিটির মেয়র ও মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাবের সেক্রেটারি জেনারেল মো. খালিদ হোসেন ইয়াদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন।
সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল, দুর্যোগের সময় এবং দুর্যোগ পরবর্তীতে স্থানীয়ভাবে নিজেদের সক্ষমতা বৃদ্ধির ভূমিকা নিয়ে আলোচনা করা। স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় নীতিমালা এবং কৌশলগত উন্নয়নের লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা।
যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির অ্যালায়েন্স ম্যানচেস্টার বিজনেস স্কুলের উদ্যোগে আয়োজিত এই দুই দিনের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত নেতা ও বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা, গবেষণা, উদ্ভাবনী ধারণা শেয়ার করেছেন এবং স্থানীয়ভাবে নিজেদের সক্ষমতার বাস্তব উদাহরণ তুলে ধরে এবং দুর্যোগের সময় স্থানীয়ভাবে নিজেদের সক্ষমতা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করেছেন।
মাদারীপুর মিউনিসিপ্যালিটির মেয়র এবং মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাবের সেক্রেটারি জেনারেল মো. খালিদ হোসেন ইয়াদ সম্মেলনে বলেন, আমি মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাবের সেক্রেটারি জেনারেল। ম্যাব বাংলাদেশের ৩২৯ পৌরসভার প্রতিনিধিত্বকারী প্ল্যাটফর্ম এবং আমি মাদারীপুর মিউনিসিপ্যালিটির মেয়র। এ সম্মেলনে আপনাদের সামনে দাঁড়ানো আমার জন্য সম্মানের। আমি আয়োজক কর্তৃপক্ষ ও অন্যান্যদের কাছে বাংলাদেশের সকল পৌরসভার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থানের কারণে বাংলাদেশ মারাত্মক বন্যা, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের প্রভাবের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব জলবায়ু পরিবর্তন শীর্ষক প্রতিটি সম্মেলনে বারবার বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আসছেন। আর আজকের সম্মেলন থেকে আমি ও আমার নেতৃত্বাধীন মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব জলবায়ু পরিবর্তন বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখব।
বক্তব্য শেষে ম্যানচেস্টার ইউনিভার্সিটির অ্যালায়েন্স ম্যানচেস্টার বিজনেস স্কুল মো. খালিদ হোসেন ইয়াদকে ইমারজেন্সি প্ল্যানিং সোসাইটি থেকে সিপিডি (কনটিনুয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট)’র একটি সনদ প্রদান করেন।
ম্যানচেস্টারে আন্তর্জাতিক সম্মেলনে মো. খালিদ হোসেন ইয়াদসহ মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাবের ১০ জনের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। বাকিরা হলেন- এম এইচ মাসুম ভূঁইয়া (মেয়র, লক্ষ্মীপুর), মো. কাইয়ুম সাহারিয়ার জাহিদি (মেয়র, ঝিনাইদহ), মো. আওলাদ হোসেন (মেয়র, মতলব), গোলাম কবির (মেয়র, ধামরাই), মো. আমিনুর রশিদ (মেয়র, মনোহরদি), মো. গিয়াস উদ্দিন (মেয়র, মিরসরাই), মো. রফিকুল ইসলাম (উপদেষ্টা, ম্যাব), জেরিন ফেরদৌস আনথোনি (উপদেষ্টা, ম্যাব), এসএম আব্দুর রউফ (কো-অর্ডিনেটর, ম্যাব।
আমাদের কথা হয় মাদারীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুলপদ্দি এলাকার রনি খানের সঙ্গে, যিনি যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করেন। তিনি বলেন, ভৌগোলিক, আর্থ-সামাজিক, অবকাঠামোগত যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে দুর্যোগের সহনশীলতা উল্লেখযোগ্যভাবে পার্থক্য রয়েছে। আর এই পার্থক্য থেকে বোঝা যায় যে কীভাবে প্রতিটি দেশ দুর্যোগের জন্য প্রস্তুতি নেয়, প্রতিক্রিয়া জানায় ও সেগুলো থেকে পুনরুদ্ধার হয়। যুক্তরাজ্য থেকে শেখার মাধ্যমে বাংলাদেশ বিভিন্ন উপায়ে তার সক্ষমতা উন্নত করতে পারবে। এই সম্মেলনে আমাদের মাদারীপুর পৌরসভার মেয়র মহাদয়ের উপস্থিতির মাধ্যমে মাদারীপুর পৌরসভা দুর্যোগ মোকাবিলায় আরও একধাপ এগিয়ে যাবে। আর এ রকমটা হলে আমাদের মাদারীপুর পৌরসভাবাসী আগত দুর্যোগ থেকে সর্বোচ্চ সুরক্ষা পাবে বলে আমি মনে করি।