স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন মডেলের কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে চালু হয়েছে নতুন ভার্চুয়াল প্ল্যাটফর্ম। সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের অর্থায়নে, স্থানীয় সরকার বিভাগ এবং সুইস কন্টাক্টের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘প্রবৃদ্ধি- স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন’ প্রকল্পের সহযোগিতায় মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এ প্ল্যাটফর্ম চালু করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম রোববার ঢাকার হোটেল আমারিতে এর উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, এই ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের সব পৌরসভা একত্রে সংযুক্ত হয়ে তাদের নিজ নিজ স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড মানুষের মধ্যে পৌঁছে দিতে পারবে। একই সাথে এক পৌরসভা আরেক পৌরসভার কাজ দেখে অনুপ্রাণিত হয়ে নিজ এলাকায় সেগুলো বাস্তবায়ন করতে পারবে। যার ফলে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে জানানো হয়, এই ভার্চুয়াল প্ল্যাটফর্মের অধীনে রয়েছে একটি নতুন ডিজাইন করা ওয়েবসাইট, ফেসবুক, লিংকডইন, টুইটার এবং একটি ইউটিউব চ্যানেল, যা দ্বারা দেশের ৩২৯ টি পৌরসভাকে ডিজিটালভাবে সংযুক্ত করা হবে।
অনুষ্ঠানে ৪০ জন পৌরসভা কর্মচারীদের নিয়ে দিনব্যাপী ডিজিটাল ক্যাপাসিটি বিল্ডিং প্রশিক্ষণ কর্মশালারও উদ্বোধন করেন মন্ত্রী।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অন্যান্য পৌরসভার অতিথিরা, ম্যাব ও সুইস কন্টাক্টের কর্মকর্তারা।
উল্লেখ্য, প্রবৃদ্ধি প্রকল্পটি বর্তমানে দেশের সাতটি পৌরসভায় (শিবগঞ্জ, যশোর, ভৈরব, বগুড়া, কুষ্টিয়া, দিনাজপুর ও কক্সবাজার) স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে কাজ করছে।