
স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন (এলইডি) মডেল এবং অর্থনৈতিক উন্নয়নে আম খাতের ভূমিকা শীর্ষক আঞ্চলিক প্রচারণার আয়োজন করেছে শিবগঞ্জ পৌরসভা। গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে এ প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্ভাবনী কৃষি পদ্ধতি প্রদর্শনের ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। এই আয়োজনটিতে সহযোগিতা করেছে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন (প্রবৃদ্ধি) প্রকল্প, যা অর্থায়ন করেছে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকার, বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ ও সুইসকন্ট্যাক্ট।
আম ব্যবসাকেন্দ্রিক ৯টি পৌরসভা এই আয়োজনে অংশ নেয়। তারা শিবগঞ্জের আম খাতকে এগিয়ে নেওয়ার বিভিন্ন সেরা অনুশীলন (বেস্ট প্র্যাকটিস) সম্পর্কে জেনেছে এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে এর ভূমিকা অনুধাবন করেছে। পাশাপাশি, পৌরসভাগুলোর সেবার মান উন্নত করার গুরুত্ব ও করণীয় সম্পর্কেও গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসক মো. আজাহার আলী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুস সামাদ, সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের হেড অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আলমগীর কবির, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব ও গবেষণাকেন্দ্র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোখলেসুর রহমান ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরফ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, অতি ঘন পদ্ধতিতে আম চাষ (ইউএইচডি) প্রযুক্তি গ্রহণ করার ফলে আম উৎপাদনে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন এসেছে, যা সারা বছরব্যাপী পাওয়া যায়। এই জাতের আম উৎপাদনের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন বলে জানান তাঁরা। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট জনাব মো. আবদুস সামাদ বলেন, ‘স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন-প্রবৃদ্ধি প্রকল্প শিবগঞ্জে একটি সফল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রকল্পটির মাধ্যমে আমরা দেখেছি কীভাবে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এ রকম একটি সময়োপযোগী উপস্থাপনা বৃহত্তর পরিসরে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে।’